১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

স্ত্রী হত্যায় স্বামী সাজুর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদাবরে স্ত্রী মোসা. চন্দনা খাতুনকে (২২) হত্যার অভিযোগে স্বামী সাজু মিয়া ওরফে সাধনের (৪৭) মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মশিউর রহমান চৌধুরী পাঁচ হাজার টাকা অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ডের এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় উপস্থিত আসামি রায়ের বিরুদ্ধে আপিল করবেন মর্মে আদালতকে অবহিত করলে বিচারক আসামিকে আপিল দায়েরের জন্য সাত দিন সময় দিয়েছেন। ২০১২ সালের ১৪ মে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক ২ নং রোডের, হাউজ নং ১৯ এর ভাড়া বাড়িতে রংপুর জেলার পীরগঞ্জ থানার কোটারপাড়া গ্রামের হোমিও চিকিৎসক মোশারফ হোসেনের মেয়ে মোসা. চন্দনা খাতুনকে হত্যা করে স্বামী সাজু মিয়া ওরফে সাধন। ওই ঘটনায় পরদিন আদাবর থানায় একটি মামলা করেন নিহতের বাবা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১০ সালের ২২ এপ্রিল অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী চন্দ্রনার সঙ্গে বগুড়া জেলার উত্তর কাটিনা পাড়া কলেজ রোডের মৃত ফটু মিয়ার ছেলে সাজু মিয়ার বিয়ে হয়। এরপর থেকে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই বছর ২ আগস্ট স্বামীকে তালাক দেন চন্দনা। পরে তাদের মধ্যে আপস মীমাংসা হওয়ায় তারা পুনরায় এক সঙ্গে সংসার শুরু করেন। কিন্তু এরপরও তাদের মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে। ওই দাম্পত্য কলহের জের ধরে ২০১২ সালের ১৪ মে রাতে আসামি সাজু মিয়া কাঁচি দিয়ে গলাকেটে স্ত্রী চন্দনা করে হত্যা করে পালিয়ে যান। মামলাটি তদন্তকালে আসামি সাজু মিয়া গ্রেপ্তার হয়ে হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলাটি তদন্তের পর ওই বছর ২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে আদাবর থানা পুলিশ। এরপর ২০১২ সালের ২৫ অক্টোবর আদালত এ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। এরপর আদালত মামলাটির বিচারকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ