১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৩ কেজি হেরোইনসহ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল গোদাগাড়ীর মহিশালবাড়ি সামাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৯:৪৪ পূর্বাহ্ণ