২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৬

১-২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধ

ভোলা প্রতিবেদক:
চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১-২২ অক্টোবর পর্যন্ত সবাইকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা । উপজেলা মৎস্য অফিস এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন সহকারী  কমিশনার (ভূমি ) আমীনুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইমরান হোসেন, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি ও কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, দক্ষিণ আইচা থানার ওসি মো. হানিফ সিকদার, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আল ইমরান প্রিন্স, মৎস্যজীবী লীগ সভাপতি সফিউল্লাহ পালোয়ান, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. নান্নু প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৭:১৩ অপরাহ্ণ