১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শিরোপার কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবারের এই জয়ে শিরোপার আশা টিকে থাকছে বাংলাদেশের।থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়লেও প্রথমার্ধে গোলশূন্য ছিল তারা।
 গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠা নামা স্ট্রাইকার জাফর ইকবাল ম্যাচের ব্যবধান গড়ে দেন। তার দুর্দান্ত সাফল্যে ম্যাচের ৮১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটেই নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জাফর ইকবাল। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এ ব্যবধানেই জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তবে স্বাগতিক ভুটানকে হারালেও শিরোপা জিততে এবার নেপাল ও ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। সেই ম্যাচে ভারত ড্র অথবা জয় পেলেই চ্যাম্পিয়নের মুকুট পড়বে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে বাংলাদেশি যুবরা। ভারত ড্র করলে পয়েন্টে এগিয়ে শিরোপা বাংলাদেশের। আর ভারত জিতলেও ম্যাচের ফলাফলে এগিয়ে শিরোপা জিতবে বাংলাদেশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ