নিজস্ব প্রতিবেদক :
এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০১৬ মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার হেডকোয়ার্টার্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটেও সময়সূচি দেওয়া আছে। আগামী ৩ অক্টোবর মৌখিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের প্রমাণ ও মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট এসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে মোট ৩৫১৭ জন উত্তীর্ণ হন।
দৈনিক দেশজনতা /এন আর