১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

টুইট করা যাবে দ্বিগুণ অক্ষরে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

টুইট করার সর্বোচ্চ সীমা হলো ১৪০ ক্যারেক্টার। টুইটারে অক্ষর ও দুই শব্দের মাঝখানের স্পেসসহ ১৪০ ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যায় না। ফেসবুক বহু আগে এই শব্দের সীমানা ভাঙলেও এখনো টুইটারের ১৪০ ক্যারেক্টার স্বকীয়তা হয়ে আছে। তবে সেটিকে দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে তারা ২৮০ ক্যারেক্টার চালু করতে যাচ্ছে। সেটি সফল হলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন টুইট এখনকার চেয়ে দ্বিগুণ আয়তনের হয়ে যাবে।

টুইটার ব্যবহারকারীদের কাছে এই খবর খুশির হয়েই আসার কথা। ফেসবুকের চেয়ে অনেকের কাছেই টুইটার বেশি জনপ্রিয়, কারণ এতে বন্ধুতালিকা নেই, আছে অনুসরণ তালিকা। একজন ব্যবহারকারী নিজে ঠিক করে নেন তিনি কাকে কানে অনুসরণ করবেন। ফলে তাঁর নিউজ ফিডে পছন্দের তথ্যগুলোই আসে। ফেসবুকে বন্ধুরা থাকে বলে এমন অনেক অপ্রয়োজনীয় স্ট্যাটাস বা পোস্ট নিউজ ফিডে আসে, যেটি অনেক সময় বিরক্তিকর। আবার এখানে পোস্টগুলোও হয় ছোট ছোট। বাহুল্য থাকে না।

এই ছোট পোস্টগুলোই বিরক্তির কারণও ছিল টুইটার-ভক্তদের কাছে। ১৪০ ক্যারেক্টারে সব সময় সবকিছু বলে বোঝানো যেত না। বিশেষ করে কোনো বিবৃতি দিতে গেলে তারকারা একাধিক সিরিজ টুইট করতেন বা বিবৃতিটি ছবি আকারে পোস্ট করতে হতো। টুইটার এখানেই বড় পরিবর্তন আনতে চলেছে। আপাতত নির্দিষ্টসংখ্যক কিছু টুইট ব্যবহারকারী ২৮০ ক্যারেক্টারে লেখার এই সুবিধা পাবেন। পরে যেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

একসময় ফেসবুকের সঙ্গে সমানে পাল্লা দিলেও ব্যবহারকারীর সংখ্যায় টুইটার অবশ্য বেশ পিছিয়ে পড়েছে। এখন সক্রিয় টুইটার ব্যবহারকারী ৩২ কোটি ৮০ লাখ। ফেসবুকের যেটি ২০০ কোটি।

সূত্র: এএফপি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ