১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি:

টেকসই উন্নয়ন পর্যটনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ হোটেল মোটেল ব্যবসায়ীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ বিশিষ্ট জনেরা অংশ নেন। সভায় বক্তারা জানান, পর্যটন নগরী বান্দরবানকে পর্যটকদের কাছে আরো আকৃষ্ট করতে এখানে নতুন নতুন পর্যটন কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং সকল পর্যটন কেন্দ্রগুলোকে আরো আধুনিকায়ন করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ