টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে এ বছরের বন্যায় ১৯ হাজার ৭৫৫ দশমিক ৬৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ফসলের মূল্য প্রায় ২১২ কোটি ৮২ দশমিক ৩৯ লাখ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, বন্যায় আমন ২ হাজার ৮৯৯ হেক্টর, রোপা আমন ধানের বীজতলা ৪১৩ হেক্টর, রোপা আমন ১৪ হাজার ৮শ’ হেক্টর, আউশ ৬২৮ হেক্টর, সবজি ৯৩৫ হেক্টর, আঁখ ৬ হেক্টর, কলা ৪২ দশমিক ৩ হেক্টর, লেবু ৩২ দশমিক ৩৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। চাল, সবজি, কলা ও লেবুর উৎপাদনে ক্ষতির পরিমাণ ৫৪ হাজার ৪৫৩.৬ মেট্রিক টন। এ ছাড়া জেলায় এক লাখ ৭ হাজার ২২৫ হেক্টর ফসলী জমির মধ্যে ১৮ দশমিক ৪৭ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজার ৭৫৫ হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ১৪৭ হেক্টর।
ক্ষতিগ্রস্তরা জানান, বন্যায় ২ লাখ ৪৯ হাজার ৯৫৯ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হলেও ১৬ হাজার ৫৪৯ জন কৃষি প্রণোদনার সুবিধা পাচ্ছে। এতে জেলার অর্থনৈতিকভাবে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে কৃষি অফিস বলছে, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আবু আদনান জানান, বন্যায় ১৯ হাজার ৭৫৫ দশমিক ৬৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২১২ কোটি ৮২ দশমিক ৩৯ লাখ টাকা। ফলে জেলায় অর্থনৈতিকভাব প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার। কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। আমাদের কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে সার্বাত্মক কাজ করছেন।’
দৈনিকদেশজনতা/ আই সি