২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৫

ইউক্রেনে অস্ত্রাগারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অস্ত্রাগারের আশপাশ থেকে অন্তত ২৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আশপাশের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিনশেষে রাজধানী কিয়েভ থেকে ২৭০ কিলোমিটার দূরের কালিনিভকা সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি বিভাগ এক বিবৃতিতে বলেছে, এতে একজন আহত হয়েছেন। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির গ্রোসম্যান বলেছেন, এই বিস্ফোরণের পেছনে বাইরের শক্তির হাত আছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ