১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৫৪

ঠোঁট আকর্ষণীয় করে তুলতে

লাইফ স্টাইল ডেস্ক:

আপনার সামনের মানুষটি যখন কথা বলেন তার ঠোঁটের দিকে নজর তো যাবেই। তাই ঠোঁটকে সুন্দর করে সাজাতেই হবে। কেমন করে লিপস্টিক লাগাবেন? কোন রঙ বেছে নেবেন দিনের কোন সময়ের জন্য? কোন রঙ আপনাকে মানাবে ভালো, জানেন কি? এবার পূজায় আপনার ঠোঁট আকর্ষণীয় করে তুলতে কিছু টিপস।

স্কিন টোন দেখে রঙ বাছুন : সবসময় স্কিন টোন এবং নিজের পার্সোনালিটি দেখে লিপস্টিকের রঙ বাছুন। যদি গোলাপি, লাল বা প্লাম রঙের লিপস্টিক পছন্দ করেন তা হলে ম্যাট ফিনিশই ভালো। ঠোঁটের রং কালো হলে শুধুমাত্র লিপ গ্লস বা সিলভার শেডস এর লিপস্টিক এড়িয়ে চলুন।

প্রায়োরিটি লিপ লাইন : সব সময় ঠোঁটোর কোণ থেকে রং লাগানো শুরু করুন| আপনার লিপ লাইনের বাইরে রঙ লাগাবেন না। যদি কোথাও ঠিক মতো লিপস্টিক না লাগে তাহলে আরও একবার লিপস্টিক বুলিয়ে নিন।

অপচয় কমাতে ব্রাশ : ব্রাশ দিয়ে লিপস্টিক লাগান। এতে ঠোঁটের বাইরে বেরিয়ে যাবে না এবং লিপস্টিকের অপচয় কমবে। ব্রাশ দিয়ে লিপস্টিক লাগালে লিপ লাইনার এবং লিপস্টিক ভালোভাবে মেশাতে সুবিধা হবে।

আউটলাইন : লিপ লাইনার দিয়ে আপনি ঠোঁটের চারপাশে সরু করে লাইন এঁকে নিন। তাহলে লিপস্টিক লাগানোর সময় তা বেরিয়ে যাবে না। আপনার ঠোঁট যদি খুব শুরু হ্য় তাহলে লিপ লাইন থেকে একটু বেরিয়ে আউটলাইন করুন, তারপর লিপস্টিক লাগান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৩:০৪ অপরাহ্ণ