নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাষানটেক থানাধীন মিরপুর ১৪ নম্বর সেকশনে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ওই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ৯ টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ওই তরুণীর বড় বোন জানান, মিরপুর ১৪ নম্বর সেকশনের একটি বস্তিতে থাকে তারা। তারা দু বোনই দীর্ঘ দিন কাতার প্রবাসী ছিলো। গত ১ বছর আগে তারা দেশে ফিরে। এরপর ওই তরুণী বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ নেয়।
গতরাতে বড় বোনের সাথে মনোমালিন্য করে বাসা থেকে বেরিয়ে যায় সে। এরপর একটি রিকশায় উঠে কিছুদূর গেলে ৩ যুবক তাকে জোড় করে ধরে কোন একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে বলে তার বড় বোন অভিযোগ করেন।
পরে সকাল ৮ টার দিকে ওই তরুণী একাই বস্তির বাসায় ফিরলে বড় বোন তার কাছে ঘটনা শুনে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান।
এ বিষয়ে কথা হলে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, আমাদের কাছে এখনও এরকম কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

