১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

খুঁটিতে বেঁধে কিশোর হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গৌরীপুরে চোর সন্দেহে কিশোর সাগরকে (১৬) বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে রিয়াজ উদ্দিন (৫০) নামে এই আসামিকে উপজেলার শ্রী রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ জানান, এ হত্যাকাণ্ডে নিহতের বাবা শিপন মিয়া গাওছিয়া মৎস খামারের মালিক আক্কাছ আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে মামলা করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার গাওছিয়া মৎস খামারের কাশবন থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাগর ময়মনসিংহ শহরের নাটকঘর সংলগ্ন রেলওয়ে বস্তির বাসিন্দা ভাঙারি ব্যবসায়ী শিপন মিয়ার ছেলে। সাগর নিজেও ভাঙারি ব্যবসা করতো বলে দাবি করেছেন তার বাবা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ