১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

আশুলিয়ায় কর সচেতনতায় আয়কর ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক:

দেশের নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে আশুলিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী সচেতনতামূলক আয়কর ক্যাম্প। বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম চত্বরে ঢাকা কর অঞ্চল-১২ এর কমিশনার সোয়ায়েব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর কাম্পের উদ্বোধন করেন। ২৮ সেপ্টেম্বর শেষ হবে এই মেলা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কর অঞ্চল-১২ এর আশুলিয়া জোনের উপকমিশনার রিপন শাহরিয়ার। কর প্রদানে নাগরিকদের উদ্বুদ্ধ করতে এই আয়কর ক্যাম্পে হেল্প ডেস্ক বুথ, টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং রিটার্ন গ্রহণ নামে তিনটি বুথ রাখা হয়েছে। এসব বুথ থেকে অত্র এলাকার মানুষ আয়কর সম্বন্ধে নানা তথ্য জানতে পারবেন।

এসময় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও শিল্পপতি সৈয়দ আহমেদ ভূইয়া তাদের ব্যক্তিগত কর সংক্রান্ত ভোগান্তির কথা তুলে ধরেন। একই সাথে কর প্রদান করতে গিয়ে মানুষ যে সকল জটিলতার সম্মুখীন হয়, তা নিরসনে কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা কর অঞ্চল-১২ এর কমিশনার সোয়ায়েব আহমেদ দ্রুত এই এলাকার কর প্রদানে সৃষ্ট জটিলতাগুলো দ্রুত নিরসনের আশ্বাস দেন। একই সাথে কর নিয়ে যাতে মানুষের মধ্যে কোন আতঙ্ক না থাকে সে জন্য আরো অধিক আয়কর মেলার আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

মেলায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এর অতি. কর কমিশনার মো. আসাদুজ্জামান, পরিদর্শী রেঞ্জ-২ এর অতি. কর কমিশনার শামীমুর রহমান প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১:৪০ অপরাহ্ণ