১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

শ্রীলঙ্কায় রোহিঙ্গা শরণার্থীদের উপর বৌদ্ধদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কার উগ্রবাদী বৌদ্ধ সন্ন্যাসীরা এবার হামলা চালিয়েছে কলম্বোতে আশ্রয় নেওয়া একদল রোহিঙ্গা শরণার্থীদের উপর। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের অধীনে থাকা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায় বৌদ্ধ সন্ন্যাসীরা। রাজধানী কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকাতে একটি বহুতল ভবনে শরণার্থীরা বাস করতেন।

চ্যানেল নিউজ এশিয়ার খবরে জানা যায়, সন্ন্যাসীদের আলখেল্লা পরিহিত একদল বৌদ্ধ বিক্ষোভকারী সেই আশ্রয়কেন্দ্রটির প্রবেশদ্বার ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন রোহিঙ্গা শরণার্থীরা মারাত্মক ভীত অবস্থায় উপরের কক্ষগুলোতে আশ্রয় নিয়ে থাকে। শরণার্থীদের মধ্যে ছিল ১৬ জন শিশু। আর বেশিরভাগই নারী।

প্রবেশদ্বার ভেঙ্গে ভেতরে ঢুকেই নিচের কক্ষগুলোতে ভাংচুর চালায় সন্ন্যাসীরা। বিক্ষুব্ধ বৌদ্ধ সন্ন্যাসীদেরকে থামানোর চেষ্টা চালায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। এ সময় তাদের উপর পাথর নিক্ষেপ করতে দেখা যায় সন্ন্যাসীদের। এর ফলে দুজন পুলিশ সদস্য আহত হন। তবে কোনো রোহিঙ্গা শরণার্থী হতাহত হয়েছে কিনা সেটা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, তারা হামলাকারীদেরকে পিছু হটতে বাধ্য করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদেরকে অপর একটি নিরাপদ স্থানে নিয়ে গেছেন।

পুলিশ জানায়, তারা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং ফেসবুকে পাওয়া ভিডিও ফুটেজগুলো তলিয়ে দেখছে। যারা এই ভাংচুরে অংশ নিয়েছে এবং যেসব সন্ন্যাসী এতে উস্কানি দিয়েছে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করা একজন বৌদ্ধ সন্ন্যাসী তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। বৌদ্ধদের উগ্রবাদী সংগঠন সিংহলিজ ন্যাশনাল ফোর্স এর এই সদস্য সেই ভিডিওতে আহ্বান করছেন যেন শরণার্থীদের আশ্রয়কেন্দ্রটি গুড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে।

ফেসবুকে তাকে বলতে শোনা যায়, ‘এগুলো হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসী যারা মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসীদের মেরেছে।’ আশ্রয়কেন্দ্রে ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে থাকা রোহিঙ্গা নারীদের দিকে ইঙ্গিত করে তার এই ভাষণ!

প্রায় পাঁচ মাস আগে ৩১ জন রোহিঙ্গা শরণার্থীকে নৌকাতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। তারা মানবপাচারকারী চক্রের হাতে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে। তাদেরকে অন্য দেশে স্থানান্তর করা হবে নাকি শ্রীলঙ্কাতেই থাকবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শ্রীলঙ্কার উগ্রপন্থী বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে মিয়ানমারের চরমপন্থী জাতীয়তাবাদী সন্ন্যাসীদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। দুই দেশের বিরুদ্ধে অভিযোগ তারা সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা চালিয়ে আসছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ