১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

সোনালী ব্যাংক থেকে সাড়ে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

সোনালী ব্যাংক থেকে সাড়ে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এজিএমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার খুলনার দৌলতপুর থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন-সোনালী ব্যাংক লিমিটেড খুলনা জিএম অফিসের এজিএম মো. নজরুল ইসলাম, ঝিনাইদহের মহেশপুরের গোডাউন কিপার মো. মতিয়ার রহমান ও মেসার্স ইস্টার্ন জুট ট্রেডসের মালিক সনজিত কুমার দাস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে সোনালী ব্যাংকের খুলনা দৌলতপুর করপোরেট শাখা থেকে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ঋণ উত্তোলণপূর্বক আত্মসাৎ করেন। যা সুদাসলে মোট ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা আত্মসাৎ হয়। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি ৪২০/৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মঙ্গলবার মামলা দায়ের করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ