১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

জন্মদিনে ছেলে আব্রামকে স্বর্ণের মুকুট দিচ্ছে অপু

বিনোদন ডেস্ক:

অপু বিশ্বাস-শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের বয়স এক বছর হচ্ছে বুধবার। এ উপলক্ষে বেশ জমকালো আয়োজন রেখেছেন অপু। জন্মদিনে ছেলেকে উপহার দেবেন স্বর্ণের মুকুট। আর বিদেশ থেকে আনিয়েছেন শেরওয়ানি।

তিনি বলেন, ‘জয়ের যা বয়স তাতে তার সাইজের শেরওয়ানি আমাদের দেশের কোথাও আমি পাইনি। তাই আমার এক পরিচিত জনের মাধ্যমে কাতার থেকে আনিয়েছি। ও আমার মাথার তাজ, ওর কারণে আমার জীবন পূর্ণতা পেয়েছে। স্বর্ণের মুকুট বানিয়েছি ওর জন্য, এটি অবশ্য দেশ থেকেই বানানো।’রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু।

অপু বিশ্বাস ও শাকিব খান বিয়ে করেন ২০০৮ সালে। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। এ কারণে বছর খানেক অন্তরালে ছিলেন অপু। এপ্রিলে টেলিভিশন লাইভে এসে জানান দেন বিয়ে ও সন্তানের খবর।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৮:৪৫ অপরাহ্ণ