১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

এমপি এনামুলের বিরুদ্ধে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগ

  রাজশাহী প্রতিবেদক :

রাজশাহীর বাগমারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস সোবহান চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এমপি এনামুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আবদুস সোবহান চৌধুরী বলেন, এনামুল হক প্রভাব বিস্তার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ দখল করেছেন। মিথ্যা মামলা দিয়ে এবং গ্রেপ্তার করিয়ে নির্যাতন চালাতে শুরু করেন দলের নেতা-কর্মীদের। সংবাদ সম্মেলনে অনেক নেতা-কর্মীর নাম তুলে ধরা হয়। বলা হয়, তারা এমপির কারণে নানাভাবে হামলা-মামলা নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, এমপি এনামুলের কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। তিনি জামায়াত-শিবির-জঙ্গিদের পালনকারী হিসেবে ভূমিকা রাখছেন। আর ত্যাগী নেতা-কর্মীদের ধ্বংস করছেন। আগামীতে এ আসনে তাকে মনোনয়ন দিলে দলের বিজয় সম্ভব নয়।

আবদুস সোবহান চৌধুরী বলেন, এতদিন ঘাপটি মেরে থাকা জেএমবি, সর্বহারা সদস্যরা এখন বাগমারা আসনের এমপি এনামুল হকের মদদে আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এতে বাগমারার মানুষ আবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন টিপু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৮:৪০ অপরাহ্ণ