১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

এতিম রোহিঙ্গা শিশুদের স্মার্ট কার্ড দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা এতিম রোহিঙ্গা শিশুদের স্মার্ট কার্ড দেবে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রোহিঙ্গা এতিম শিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয়’ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্র‌তিমন্ত্রী ব‌লেন, এ‌তিম রোহিঙ্গা শিশু‌দের ডাটা‌বেজ তৈ‌রি করা হ‌চ্ছে। এখন পর্যন্ত দুই হাজার শিশুর তা‌লিকা করা হ‌য়ে‌ছে। বাকি‌দের তা‌লিকা আগামী সাত দি‌নের ম‌ধ্যে করা হ‌বে ব‌লে আশা কর‌ছি।
তিনি ব‌লেন, শূন্য থে‌কে ১৮ বছর বয়সি শিশু‌দের দুই ভা‌গে বিভক্ত ক‌রে তালিকা তৈ‌রির পাশাপা‌শি তা‌দের স্মার্ট কার্ড দেয়া হ‌চ্ছে। যা‌তে তা‌দের আলাদাভা‌বে চি‌হ্নিত ক‌রে আলাদা ক্যা‌ম্পে রাখা যায় এবং তা‌দের আলাদাভা‌বে থাকা, খাওয়াসহ ভালোভা‌বে সেবা যত্ন কর‌তে পা‌রি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৮:০২ অপরাহ্ণ