স্পোর্টস ডেস্ক:
ব্রিস্টলের একটি নাইটক্লাব থেকে গ্রেপ্তার হবার পর ইংল্যান্ড ওডিআই ডলের সহ-অধিনায়ক বেন স্টোকস দল থেকে বাদ পড়েছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওডিআই ম্যাচে তিনি খেলছেন না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
সোমবার প্রথম প্রহরে রাত আড়াইটার দিকে ব্রিস্টল এমবারগো নাইটক্লাব থেকে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ ওঠে। অবশ্য এই ঘটনার কয়েকঘন্টা আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
অ্যাভন ও সামারসেট পুলিশ বলছে, ২৭ বছর বয়সী একজনকে মুখে আঘাতের চিহ্ন নিয়ে উদ্ধার করা হয়েছিল তাকে পরে ব্রিস্টল রয়াল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
অবশ্য কোন চার্জ গঠন ছাড়াই স্টোকসকে ছেড়েদেয়া হলেও ঘটনার তদন্ত চলছে।
স্টোকসের সতীর্থ অ্যলেক্স হেলস যিনি রবিবার রাতে স্টোকসের সঙ্গে ছিলেন তদন্তে সহায়তার জন্য তিনি মঙ্গলবার ব্রিস্টলে গিয়েছেন। হেলসও তাই চতুর্থ ম্যাচটি মিস করছেন। বিবিসি।
দৈনিক দেশজনতা /এন আর