১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৩৬

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাবি শিক্ষার্থী প্রতিনিধিদল ইন্ডিয়া যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
ভারতের চন্ডীগড় শহরে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ পিস ফেস্ট ২০১৭ সম্মেলনে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা ইউনিভার্সিটি মডেল ওআইসির প্রতিনিধিদল আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধিদলের সদস্যরা আজ ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি মডেল ওআইসি ক্লাবের সভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
 
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সম্মেলনে নিজেদের মেধা, সততা, দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।
 
উল্লেখ্য, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ভারতের চন্ডীগড় ও অমৃতসরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের ৫০ টি দেশের ৩০০ জন শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ বিশ্বের তরুনদের ঐক্য’।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ