১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

ভারতে পাচারকালে হিলি সীমান্তে দুই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে অচেতন অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার কিশোরদের একজনের বাড়ি ঢাকার ওয়ারী এবং অপরজন নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকার বাসিন্দা। তারা দুইজনেই ঢাকা যাত্রাবাড়ির দারুল উলুম কাওমি মাদরার ছাত্র।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর টাকা খুচরা করা জন্য মাদরাসার সামনে একটি দোকানে গেলে সেখান থেকে অপহরণকারী একটি চক্র তাদের টাকা খুচরা দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়।

সেখানে কয়েকদিনে আটকে রাখার পর গতকাল সোমবার রাত ১০টার দিকে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টের গেটের সামনে শিশুদেরকে মাইক্রোবাস থেকে অন্য মাইক্রোবাসে উঠানোর সময় ফজলে রাব্বি ও আসলাম হোসেন কৌশলে পালিয়ে পাশের একটি মসজিদে প্রবেশ করে।

পরে মসজিদে থাকা তাবলীগ জামাতের লোকজন শিশুদের উদ্ধার করে পুলিশে খবর দেয় এবং শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ সময় অপহরণকারীরা মাইক্রোবাস দুটি নিয়ে পালিয়ে যায়।

উদ্ধার কিশোররা জানায়, ওই মাইক্রোবাসে আরও ৮ থেকে ১০ জন শিশু ছিল। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের ওসি আব্দুস সবুর বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৭:৪২ অপরাহ্ণ