১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

বিনা কর্তনে ‘ঢাকা অ্যাটাক’ ছাড়পত্র পেল

বিনোদন ডেস্ক:

কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটি সোমবার বিকেলে সেন্সর বোর্ড সদস্যরা দেখেন। শো শেষে বোর্ড সদস্যরা বিনা কর্তনে ছাড়পত্র দিতে সম্মত হন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন। ‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান দুটি চরিত্রে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনয় করেছেন। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ আছেন।

পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার বছরের আলোচিত এ ছবিটির কাহিনী লিখেছেন। প্রযোজনা করছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড। ইতোমধ্যে প্রকাশ হয়েছে ‘ঢাকা অ্যাটাক’-এর ফার্স্টলুক, টিজার, দুটি গানের অডিও ও ভিডিও। সবগুলো প্রচারণা উপকরণই দর্শকদের মনোযোগ কেড়েছে। বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর। এর সপ্তাহ দুয়েক পর বিদেশের ২৪টি শহরে মুক্তি পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৪:১৮ অপরাহ্ণ