১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ছোট ফ্ল্যাটে স্পেশাল ডাইনিং-স্পেস

লাইফ স্টাইল ডেস্ক:

আজকাল ফ্ল্যাটের সীমিত গণ্ডির মধ্যে একসঙ্গে অ্যারেঞ্জ করতে হয় অনেককিছুই তাই ডাইনিং স্পেস নিয়ে খুব একটা বিলাসিতা করার সুযোগ থাকে না। আবার অনেকেরই বাড়িতে অনেক জায়গা থাকলেও ডাইনিং রুম নিয়ে হয়তো বেশি মাথা ঘামাননি। এই সব কিছু কথা মাথায় রেখেই বলছি যে সামান্য এক্সপেরিমেন্ট আর ইন্টেলিজেন্ট ইউজ অফ কালার, স্পেস, ফার্নিচার, ফ্যাব্রিক এবং বিলিং মেটিরিয়ালের সাহায্য বদলে যেতে পারে আপনার অন্দরের ডাইনিং স্পেসের সম্পূর্ণ লুক। কীভাবে? কয়েকটি বিশেষ টিপস রইল সেই ম্যাজিক লুক ক্রিয়েট করার জন্যে।

মিক্স কালার অ্যান্ড স্টাইল

চেষ্টা করুন ঘর এবং আপহোলস্ট্রির রংয়ের সঙ্গে ফার্নিচারের স্টাইল ম্যাচ করতে। ধরুন আপনার অন্দরমহলের সব কিছুই কাঠের। কিন্তু কিনতে গিয়ে ডাইনিং টেবল হিসেবে আপনার পছন্দ হল একটি স্টিল ও লেদারের সেট। দেখতে ভালো লাগলেও আপনার অন্দরে কিন্তু এই ডাইনিং টেবলটি খুবই বেমানান হবে।

রাইট ফ্যাব্রিক :

ডাইনিং টেবল স্প্রেড হোক অথবা ডাইনিং চেয়ারের ব্যাকরেস্ট কিংবা ডাইনিং রুমের পর্দা সব ফ্যাব্রিকের মধ্যে যেন একটা তালমেল থাকে। যেমন ধরুন টেবলের ব্যাকরেস্টে বানালেন হ্যান্ডলুম কটনের আর টেবল স্প্রেড বানালেন স্যাটিনে। এটা খুবই বেমানান। হয় ব্যাকরেস্ট ও টেবল স্প্রেড দু’টোই হ্যান্ডলুম কটনের বা দু’টোই ব্যবহার করুন স্যাটিনের।

স্পেস সেভিং :

আজকালকার সীমিত জায়গার মধ্যে সুন্দর গোছানো ডাইনিং জোন বানাতে গেলে প্রথমই যেটা লাগবে তা হল স্পেস সেভিং অপশনস। বাড়িতে সদস্য আপনার চার জন। কিন্তু মাঝে মাঝেই অতিথি আসেন বলে বানিয়ে ফেললেন একটি লম্বা বড় ডাইনিং টেবল। ব্যস, ঘরে একটা দম বন্ধ ভাব। এই সমস্যা এড়াতে ব্যবহার করতে পারেন হোল টেবল। দেখতেও সুন্দর লাগবে আবার বেশি স্পেসও নেবে না। আর বাড়িতে যখন অনেক অতিথি একসঙ্গে চলে আসবেন তখন বুফে টেবল অ্যারেঞ্জমেন্ট করে নিন।

প্রপার লাইটিং :

বেডরুম বা লিভিং রুমের মতোই ডানিং রুমের অন্দরসাজ অসম্পূর্ণ থেকে যায় যদি সঠিক লাইটিংয়ের ব্যবস্থা না থাকে। মুড লাইটিং হোক অথবা টেবলের ওপরে সিলিং থেকে ঝোলানো আধুনিক বা ট্র্যাডিশনাল শ্যান্ডেলেয়ার ব্যবহার করতে পারেন ডাইনিং স্পেসে এক্সক্লুসিভ লুক আনার জন্যে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ