১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে অটোবির সামনে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুস সামাদ (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় যুবক সাগর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। সাগর জানান, সামাদ স্থানীয় টিপিআই নামক টেক্সটাইলে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার বাড়ির ঠিকানা জানা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেকের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ