১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

আবারো একই নির্মাতার নাটকে দেখা যাবে এ জুটিকে

বিনোদন ডেস্ক:

ঈদুল আজহায় প্রচারিত টেলিফিল্ম ‘বড় ছেলে’ এখনো দেখা হচ্ছে ইউটিউবে। বিশ দিনে দেখা হয়েছে ৮৪ লাখের বেশিবার।

মিজানুর রহমান আরিয়ান নির্দেশিত ‘বড় ছেলে’তে অভিনয় করেছিলেন অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। আবারো একই নির্মাতার নাটকে দেখা যাবে এ জুটিকে।

ভালোবাসা দিবসের জন্য নিজের গল্পে আরিয়ান নির্মাণ করছেন ‘আস্থা’। চলতি সপ্তাহে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন শুটিং হাউজ ও লোকেশনে। শিগগিরই যাবে সম্পাদনার টেবিলে।

নাটকের গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘আগের দিনের প্রেম ভালোবাসার ভিত অনেক শক্ত ছিল এবং এই সময়ের প্রেম ভালোবাসার ভিত যে আগের মতো শক্ত নয়, বেশ খানিকটা দুর্বল— এই দুটো বিষয়ের মধ্যে গল্পে একটা সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে।’

অপূর্ব-মেহজাবিন ছাড়াও ‘আস্থা’য় বিশেষ চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদ, ইশানা ও আইরিন আফরোজকে।

এর আগে আরিয়ানের পরিচালনায় ‘ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন অপূর্ব ও মেহজাবিন। এছাড়া ‘ভালোবাসি আজো’সহ বেশ কিছু দর্শক পছন্দের নাটক ও টেলিফিল্মে দেখা গেছে এ জুটিকে।

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ