১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

জাকারবার্গ বেচতে চান ফেসবুকের শেয়ার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

সম্প্রতি ফেসবুকের সিইও জাকারবার্গ জানান, আগামী ১৮ মাসে ফেসবুকের ৩৫-৭৫ মিলিয়ন শেয়ার বেচতে চান তিনি। ওই অর্থ দিয়ে তিনি সংস্থার শিক্ষা-বিজ্ঞানে ব্যয় করবেন।

তিনি একটি পোস্টে জানান, গত দেড় বছর ধরে খুব ভালো ব্যবসা করছে ফেসবুক। ফলে শেয়ারের দামও এতটাই বেড়ে গেছে যে এবার তা দিয়ে মানব কল্যাণে ব্যবহার করেও কুড়ি বছর ধরে বেশি সময় ধরে ফেসবুকের নিয়ন্ত্রণ করা যাবে। তিনি জানান, এর মানে এই নয় যে, তিনি এবং তার স্ত্রী প্রিসকিলা তাদের জীবদ্দশায় পরিকল্পনা অনুসারে ৯৯ শতাংশ দিয়ে দেবেন তার কোন পরিবর্তন হবে না। তিনি মনে করছেন ৩৫-৭৫ মিলিয়ম শেয়ার বেচলে তাদের মানব কল্যাণের কাজের জন্য প্রয়োজনীয় তহবিল হয়ে যাবে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৯:৫১ পূর্বাহ্ণ