১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন নামে আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার বলেশ্বরপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে জাহিদ (৩০) ও একই গ্রামের কালু শেখের ছেলে তারিক (৩২)। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল থেকে জাহিদ, তারিক ও শাহিন গ্রামের বিল পাহারা দিচ্ছিলেন। সন্ধ্যায় বলেশ্বরপুর গ্রামে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তারা তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রহমান জাহিদ ও তারেককে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ