১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

তানোরে ধান-চালের মজুদ গড়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরে একশ্রেণীর ব্যবসায়ি অধিক মুনাফার আশায় ধান-চালের মজুদ গড়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ধান-চাল মজুদের খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট এলাকাবাসি এসব ব্যবসায়ির গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ্রুত ঝটিকা অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।

স্থানীয়রা জানান, তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের বাসিন্দা প্রসিদ্ধ আলু চাষি ও ব্যবসায়ি মোহাম্মদ আলী তানোর আনন্দ সিনেমা হলের পার্শ্বে তার নিজস্ব একটি গুদাম ঘরে বিপুল পরিমাণ ধান-চাল মজুদ করে রেখেছে। এছাড়াও কলমা ইউপির মালবান্ধা গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন মালবান্ধা বাজারের একটি গুদাম ঘরে বিপুল পরিমাণ ধান মজুদ করেছে। এদিকে তার দেখাদেখি একই গ্রামের বাসিন্দা এমদাদুল হক মালবান্ধা বাজারের একটি গুদাম ঘরে বিপুল পরিমাণ ধান মজুদ করেছে। অপরদিকে বাধাইড় ইউপির জৌতগরিব এলাকার মেসার্স আবুল কালাম রাইস মিলের গুদামে বিপুল পরিমাণ ধান-চালের মজুদ রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলী বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৯:৪৭ পূর্বাহ্ণ