১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

১৫ অক্টোবর নিউইয়র্কে একমঞ্চে গাইবেন রুনা-সাবিনা

বিনোদন ডেস্ক:

এক বছরের ব্যবধানে আবারো দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন নিউইয়র্কে একই মঞ্চে গাইবেন। ১৫ অক্টোবর রোববার সন্ধ্যায় এ শো অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে। আয়োজন করবে শো-টাইম মিউজিক নামে বিনোদন সংস্থা।

এর প্রধান আলমগীর খান আলম বলেন, ‘গত বছরের চেয়ে এবারের আয়োজনে ব্যাপকতা থাকবে। গত বছর অনেক দর্শক-শ্রোতা স্থান সংকুলানের কারণে ফিরে গেছেন। এবার বড় একটি অডিটোরিয়ামে শো হবে।

নিউইয়র্কে শো’র আগে অর্থাৎ ৭ ও ৮ অক্টোবর রাতে এই দুই শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন ফ্লোরিডার মায়ামীতে ফোবানার বাংলাদেশ সম্মেলনেও।

হোস্ট কমিটি জানিয়েছে, রুনা-সাবিনা আসছেন জেনে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ