১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গা প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি। সোমবার  চুয়াডাঙ্গা-৬ বিজিবির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ৫ হাজার বোতল ফেনসিডিল, ১০৮ কেজি গাঁজা, ৩৮ হাজার বোতল মদ ও ২৩ হাজারটি ইয়াবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সাঈদ আল মাসউদ, ৬-বিজিবির পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম, ভারপ্রান্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার নিজাম উদ্দীন ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৮:৩৮ অপরাহ্ণ