নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে দরপতন অব্যাহত থাকায় দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে আবার সোনার দর ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ১১৬ টাকা পর্যন্ত কমিয়েছে সমিতি। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাম কমানোর বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি।
নতুন দর অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৪৭ হাজার ৮২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২২ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ২৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি কমে দাঁড়াবে ২৫ হাজার ৩৬৯ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রূপা (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে সোমবার ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৯৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪১ হাজার ১১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হচ্ছে। মঙ্গলবার থেকে দাম কমবে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৪ এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৮৭৪ টাকা।
দৈনিক দেশজনতা /এন আর