২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

দিনাজপুর হিলিস্থলবন্দর আগামী ৭ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র আশুরা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর হিলিস্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম মঙ্গলবার থেকে সাত দিন বন্ধ থাকবে।
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলিস্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সোমবার দুপুরে হিলিস্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ এবং ভারত হিলির আমদানি-রফতানিকারক এসোসিয়েশন ও সিএন্ডএফ এসোসিয়েশনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পবিত্র আশুরা ও হিন্দু ধর্মীয় শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। আগামী ৩ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রফতানি স্বাভাবিক নিয়মে চলবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ