নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নতুন ৮ বিভাগ চালু হচ্ছে।
সোমবার বিকেল ৩টায় পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট বিভাগের পরিচালক খন্দকার হামিদুন রহমান স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, নতুন আটটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি)।
নতুন আটটি বিভাগ হলো- আইন ও শরীয়াহ অনুষদের অধীনে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, সোশাল ওয়েলফেয়ার বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মেসি বিভাগ, ইনভাইরোনমেন্টাল সায়েন্স এন্ড জিয়োগ্রাফি বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিভাগ এবং ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট। নতুন ৮টি বিভাগে মোট ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। নতুন বিভাগসহ এখন ইবিতে মোট বিভাগ সংখ্যা ৩৩টি। এ সব বিভাগে সর্বমোট আসন সংখ্যা ২ হাজার ২৩৫টি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

