১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সিরিয়ার স্কুলে মার্কিন হামলা : নিহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার রাক্কা শহরে একটি স্কুল ও মার্কেটে মার্কিন জোটের বিমান হামলায় ৩০ শিশু ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য নিশ্চিত করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এর আগেও দুটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। মানসুরা শহরে বাস্তুহারাদের ব্যবহৃত একটি স্কুল এবং তাকবা শহরের একটি বাজার ও একটি বেকারিতে হামলা চালানো হয়েছে।

সংস্থাটি বলছে, ওই দুই স্থানেই আইএসের জঙ্গিরা অবস্থান করছিল। কিন্তু একই সঙ্গে সেখানে বহু বেসামরিকও ছিল।

হিউম্যান রাইটস ওয়াচের জরুরি বিভাগের পরিচালক ওলে সোলভাং বলেন, এ হামলাগুলোতে শিশুসহ বহু বেসামরিক নিহত হয়েছে। এরা স্কুলে আশ্রয় নিয়েছিল অথবা বেকারি থেকে রুটি বা খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ওই এলাকায় বেসামরিক নাগরিকরা আছেন কিনা সে বিষয়ে জোটের সদস্যদের জানা উচিত। কারণ তাদের হামলার লক্ষ্য ঠিক ছিল না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ