১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালালে ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যান। এ সময় অন্যরা পালিয়ে দেশে ফিরে আসেন।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে একজন মারা গেছেন এটা নিশ্চিত। তবে তিনি বাংলাদেশি কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়টি যাচাই করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ