২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৩০

সিইপিজেডে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম ইপিজেডে বাসচাপায় রুমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে সিইপিজেডের আট নম্বর সেক্টরের তিন নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের সহকর্মীরা জানিয়েছে। নিহত রুমা নিউ এরা ফ্যাশন নামে ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রোডাকশন বিভাগের সিনিয়র অপারেটর ছিলেন। নিহতের সহকর্মী সাদ্দাম হোসেন জানান, সকালে কাজ যোগ দিতে কারখানায় যাওয়ার পথে গেইটের কাছে একটি বাস রুমাকে ধাক্কা দেয়।। বাসটি অন্য একটি কারখানায় শ্রমিকদের নামিয়ে ফিরে যাচ্ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় রুমাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ইপিজেডের নিরাপত্তারক্ষীরা বাসচালককে আটক করে পুলিশে দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ