১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

আফগানিস্তানে মার্কিন হামলায় ৪৩ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

উজবেকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারাব প্রদেশে মার্কিন বিমান হামলায় শীর্ষ কমান্ডারসহ ৪৩ তালেবান নিহত হয়েছেন। আফগান ন্যাশনাল আর্মি’র কমান্ডার জেনারেল জানাত গুল সাংবাদিকদের জানান, একদিন আগে প্রদেশের খাজা শাহবাজ পশ এলাকায় কমান্ডো বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ৩০০ সদস্য বিশিষ্ট একটি দলের ওপর হামলা চালায় তালেবান। ওই হামলার পাল্টা জবাব দিতে সম্ভাব্য তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। তিনি আরও জানান, হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

তবে আফগানিস্তানে মার্কিন বাহিনী (ইউএসফোর-এফ) এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় মধ্য এশীয়, পাকিস্তানি, আরব, চেচেন ও তালেবানদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছেন। আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি গত সপ্তাহে লন্ডনে এক সম্মেলনে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত এক মাসে প্রায় ১৩০০ তালেবান নিহত হয়েছেন।

এদিকে, তালেবানরা খাজা শাহবাজ পশ এলাকায় অভিযানের সময় আফগান বাহিনীর ২৩টি সাঁজোয়া যানবাহন ধ্বংস এবং নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যকে হত্যার দাবি করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১:০১ অপরাহ্ণ