১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষ : নিহত এক

রাজশাহী প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রোববার দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা জানায়, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সাব্বির ট্রাভেলসের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী জেকে পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে দুই বাস থেকে আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ