১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

মালিতে বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে স্থানীয় সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইষ্ট বেংগল (বরিশাল) নামে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য নিহত হয় এবং ৪ জন আহত হয়। গতকাল শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ (রোববার) আবারো বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যরা সন্ত্রাসীদের হামলার শিকার হন। তবে তাদেরকে প্রতিহত করে তারা নিরাপদে ফিরতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আহতদের স্থানীয় গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। আরো জানান, মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদেই রয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ