২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪৭

ভারতে ইলিশ পাচারকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচংয়ে আটোরিকশা ভর্তি ১৮০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে দুইজনকে আটক করেছেন র‌্যাব। বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে অটোরিকশা ভর্তি ইলিশ মাছ, মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক করা হয় বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইউসুফ (৩৫) ও একই উপজেলার লরীবাগ গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. কাইয়ুম হোসেন (২০)।

র‌্যাব ১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর সূত্র জানায়, শনিবার মধ্যরাতে র‌্যাবের একটি দল ভারত সীমান্তবর্তী বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ভারতে পাচার করার জন্য ইলিশ মাছ অটোরিকশা করে নিয়ে যাচ্ছিল। বুড়িচং থানার এসআই রাজীব কর জানান, তাদের বিরুদ্ধে রবিবার সকালে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ