কক্সবাজার প্রতিনিধি :
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের দেয়া রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমরা তাদের পাশে আছি। মানবিকতার কারণেই আজ বাংলাদেশ তাদের পাশে।
রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে ৪ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের আশ্রয় দিয়ে মানবিকতা পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রোহিঙ্গাদের নিজদেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে জোরালো ভূমিকা পালন করছেন তিনি।
এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ নূরে আলম চৌধুরী লিটন, শাগুপ্তা ইয়াছমিন এমেলি, এমপি কাজী ফিরোজ রশিদ, আবদুল মান্নান ,সাইমুম সরওয়ার কমল, আব্দুর রহমান বদি, খুরশেদ আরা হকসহ ডজন খানেক এমপি উপস্থিত ছিলেন। পরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের খোঁজ খবর নেন।
দৈনিক দেশজনতা /এন আর