১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

কালীগঞ্জে গাঁজা ও ট্রাকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের কালীগঞ্জে ১শ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই চালককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার কাকিনা বাজারের মুসকান হোটেল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাবনার আমিনপুর থানার নুর শেখের ছেলে ট্রাকচালক সাইদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মকুুল শেখের ছেলে সহকারী চালক সজিব (২১)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কাকিনার মুসকান হোটেল এলাকায় সন্দেহ জনকভাবে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪- ৬৩৫২) আটক করে পুলিশ। পরে ট্রাকটি জব্দ ও তল্লাশি চালিয়ে ১শ কেজি গাঁজাসহ ট্রাকের চালক সাইদুল ও সহকারী চালক সজিবকে আটক করে থানা পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ