১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

টাঙ্গাইলের কাকুয়া ইউপি নির্বাচন আজ

টাঙ্গাইল প্রতিনিধি:

দুই দফা উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়ে যাওয়া টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হচ্ছে আজ। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সর্ম্পূণ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। রাত পৌহালেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। সংরক্ষিত প্রার্থী ৭ জন এবং সাধারণ প্রার্থী ৩৫ জন। এই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩৪৬ এবং মহিলা ভোটার ৯ হাজার ৩২০ জন। মোট কেন্দ্র ১০টি কেন্দ্র এবং মোট ভোট কক্ষ ৫২টি। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ৫২ এবং পোলিং অফিসার ১০৪ জন। কেন্দ্রের ভিতরে পুলিশ ১০৫ জন এবং কেন্দ্রের ভিতরে আনসার সদস্য ১৭০ জন, বিজিবি ১ প্লাটুন, র‌্যাব ১ প্লাটুন, স্ট্রাইকিং টিম ২টি, মোবাইল টিম ৪টি দায়িত্ব পালন করবে। এছাড়া ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১ জন জুডিশয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচনে প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের ভিতরে আনসার ১৫ জন এবং পুলিশ ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রের ভিতরে আনার ১০ এবং পুলিশ ১৭ জন দায়িত্ব পালন করবে।

এছাড়া কেন্দ্রের বাইরে র‌্যাব, বিজিপি এবং পুলিশের স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। বিগত নির্বাচনগুলো অবার্ধ এবং সুষ্ঠু হয়েছে, আশা করছি এবারের নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১১:১০ পূর্বাহ্ণ