২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

শ্রীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন নিয়মিত যাত্রা বিরতির দাবীতে রোববার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন লাল পতাকা তুলে সকাল ৬টা ১০মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামিয়ে মানববন্ধনে অংশ নেয় ঢাকাগামী ট্রেনযাত্রী, স্থানীয় জনতা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিক্ষক, কর্মচারী, শ্রমজীবীরা।

আন্দোলনের আহবায়ক ব্যবসায়ী তপন বণিকের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ১৯ মাস যাবৎ শ্রীপুর স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত যাত্রা বিরতির জন্য স্থানীয়রা আন্দোলন চালিয়ে আসছেন। এবিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে আলোচনা হয়েছে বলেও বক্তারা জানান।

আন্দোলনের ফলে ট্রেনটি ২০ মিনিট যাত্রা বিরতী শেষে ৬টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১১:০৭ পূর্বাহ্ণ