১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ধোনির পরামর্শেই কোহলি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:

ধোনির উপস্থিতিই অধিনায়ক হিসেবে পরিণত করছে কোহলিকে৷ এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷

স্মিথের ডেপুটি ওয়ার্নারের মতে, ‘ধোনির মত ঠান্ডা মাথায় অধিনায়ক খুব কমই রয়েছে৷ দীর্ঘদিন ধরে ভারতীয় দলকে সার্ভিস দিয়েছেন সে৷ নেতৃত্বের ব্যাটনের হাত বদলের পর পরবর্তী অধিনায়ক কোহলিকে দারুণভাবে গাইড করে চলেছে সাবেক এই অধিনায়ক৷’

মাঠের কোহলি-ধোনির ক্রিকেট রসায়ন অন্যান্য দলগুলির কাছে ঈর্ষনীয়৷ ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ধোনির মতামতকে সবসময়ই এগিয়ে রাখেন কোহলি৷ শুধু তাই নয়, ফিল্ডিংয়ের সময়ও বিপক্ষ দলের বিরুদ্ধে সমস্যায় পড়লে ধোনির থেকে পরামর্শ নিয়ে নেন তরুণ অধিনায়ক৷

ধোনির তিনশোতম ওয়ান ডে ম্যাচেও সেকথাই মেনে নিয়ে কোহলি জানিয়েছিলেন, ‘এই দলের বেশিরভাগ ক্রিকেটারই ধোনির নেতৃত্বে ক্রিকেটজীবন শুরু করেছে৷ আজও আমরা মাঠে ধোনিকেই আমাদের অধিনায়ক হিসেবে মানি৷’

এই মুহূর্তে কোহলির নেতৃত্বে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় দল৷ তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে এগারো ম্যাচে অপরাজেয় রয়েছে কোহলির ভারত৷ টেস্টে শীর্ষে বিরাজ করার পাশাপাশি ওয়ান ডে ফর্ম্যাটেও মগডালে কোহলিরা৷ চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম্যান্স করে ফাইনাল খেলেছে ভারত৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে সিরিজ জিতেছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা৷

লঙ্কা সফরে টেস্টে ৪-০’এ জয়ের পর, ওয়ান ডে সিরিজেও হোয়াইট ওয়াশ করে ৫-০ করেছে কোহলি অ্যান্ড কোং৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ৪-১ ব্যাবধানে জয় ছিনিয়ে নিতে পারলে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখবে টিম ইন্ডিয়া৷

স্পিনারদের কাঁধে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঘরের মাঠে দুরন্ত ছন্দে শুরু করেছে হার্দিক-চাহালরা৷ চেন্নাইয়ের বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ান ডে’তে ২৬ রানের জয় পাওয়ার পর ইডেনের বাইশ গজেও দাপট দেখিয়েছে চাহাল-কুলদীপরা৷ চায়না ম্যান কুলদীপের স্পিন ভেল্কিকে ৫০ রানে জয় তুলে নিয়ে ২-০ এগিয়ে গিয়েছে ইন্ডিয়া৷

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৭:৪৩ অপরাহ্ণ