১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

মেক্সিকোয় ভূমিকম্পে বিদেশি নাগরিক নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোয় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে আট বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা শনিবার এএফপিকে এ কথা জানান।

নিহতদের মধ্যে রয়েছেন তাইওয়ানের চারজন নারী, একজন কোরিয়ান, একজন স্প্যানিস, পানামার এক নারী ও আর্জেন্টিনার একজন। মেক্সিকোর উচ্চ আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়।

কোথায় থেকে এবং কখন লাশ উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

মেক্সিকো সিটির কয়েকটি অংশে এবং কাছাকাছি অঞ্চলে মঙ্গলবার ওই শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০০ লোক নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১।

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ