১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

ফুটবলে নাম লেখালেন ব্যারন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প মেজর লিগের দল ডি.সি ইউনাইটেডের অনূর্ধ্ব-১২ দলে যোগ দিয়েছেন। ব্যারন’র ক্লাবে যোগদানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগান শুরু হয়েছে, ‘ক্যান ডোনাল্ড ট্রাম্প’স সন মেক আমেরিকা সকার গ্রেট অ্যাগেইন’।

যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলারদের মধ্যে পুলিসিক ও ওয়েসটন ম্যাককিনি বর্তমান জার্মান লিগ বুন্দেসলিগায় খেলেন। যুক্তরাষ্ট্রের সকারে এতদিন ক্রিস্টয়ান পুলিসিককে বিস্ময় বালক বলা হতো। তবে ইউএস সকারের পাইপলাইনে হয়তো অফিসিয়ালি সবচেয়ে ফেমাস হতে যাচ্ছেন ব্যারন।

জানা যায়, ব্যারন ডি.সি ইউনাইটেডে মিডফিল্ডার হিসেবে ইতোমধ্যে চারটি ম্যাচ খেলেছেন। এক সাংবাদিক তার টুইটারে ব্যারনের ইউনাইটেডে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ