১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

মিয়ানমারের ২ সাংবাদিক জামিনে মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদক:

পর্যটক হিসেবে এসে কক্সবাজারে রোহিঙ্গাদের সংবাদ সংগ্রহের কাজে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার মিয়ানমারের দুই সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর বিকেলেই কারাগার থেকে মুক্তি পান ফটোসাংবাদিক মিনজাইয়ার ও তার সহকারী হকুন লাট। তারা দু’জনেই জার্মানিভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়ে কাজ করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর এই দুই সাংবাদিককে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মুক্তি পাওয়ার পর মিয়ানমারের ওই সাংবাদিকরা কক্সবাজারেই অবস্থান করছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ