১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

আশুলিয়ায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ার কুটুরিয়া বাজার এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে চারজন দগ্ধ হয়েছেন। ওই এলাকার হাসানের বাড়িতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আল মামুন (২২), তার স্ত্রী পারুল বেগম (১৮), মো. আসাদুল (২০) এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। প্রতিবেশী আজিজ জানান, ভোরে রান্না করতে গিয়ে চুলা জালানোর সময় তারা অগ্নিদগ্ধ হন। পরে তিনি তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আল মামুনের শরীরের ৫৬ শতাংশ, পারুল বেগমের ৩৪ শতাংশ, আসাদুলের ১৫ শতাংশ, সুমাইয়া আক্তারের ১৭ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ