১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদো-নেইমার

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ২০১৭ সালের জন্য ফিফা বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তাতে ঠাঁই পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। বর্তমানে তিনজনই আলাদা ক্লাবে খেলেন। এদের মধ্য থেকে ২৩ অক্টোবর লন্ডনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গেল আগস্ট এ ফিফা ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছিলো। শুক্রবার তা নামিয়ে তিনজনে আনা হয়। শেষ নয় বছরে অবশ্য এই পুরষ্কার মেসি ও রোনালদো ছাড়া কেউ জিততে পারেননি। নাম বদলের আগে বার্সেলোনার মেসি জিতেছেন পাঁচবার আর রিয়াল মাদ্রিদের রোনালদো চারবার। গতবার থেকে এই পুরষ্কারের নাম বদলে  ‘বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ড হয় যায়। আর তাতে  রোনালদো জিতে মেসিকে স্পর্শ করেন।

এবারও রোনালদোর জয়ের সম্ভাবনাই বেশি। বছর জুড়েই দেখিয়েছেন দারুণ সব মুন্সিয়ানা। ক্লাবের হয়ে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে রোনালদোই প্রধান সেনাপতি ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার অনন্য নজিরও গড়েন আর এই প্রতিযোগিতায় ১০০ গোলে ল্যান্ডমার্কও ছুঁয়ে ফেলেন।

গেল মৌসুমে বার্সাকে বড় কোন ট্রফি জেতাতে না পারলেও ক্লাবের হয়ে ৫০০ গোল করে আলোচনায় ছিলেন মেসি। ব্লু গানার্সদের সর্বোচ্চ গোলদাতাও এই আর্জেন্টাইন। তুলনায় এখনো খানিকটা পিছিয়ে ২২২ মিলিয়ন ইউরোর দুনিয়া কাঁপানো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো নেইমার। তবে বার্সায় থাকাকালীন চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ফিরতে লেগে ৬-১ গোলে জয়ে তারই সবচেয়ে বড় ভূমিকা ছিলো। পিএসজিতে গিয়েও দারুন সময় কাটছে নেইমারের। ৬ ম্যাচ খেলেই পেয়েছেন ৫ গোল। আরও চারটি গোল করিয়েছেন।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ